বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসা এলাকায় হুজি হত্যা মামলার এজহার ভুক্ত আসামী বড় শাহীন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দৌলতপুরের কার্তিকির কুল শাহীন ( বড়)কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। তার পিতার নাম আব্দুর রশিদ। দৌলতপুরে হুজি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই বড় শাহিন।
ঊআ-বিএস