UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজতের আমিরের দুই ছেলে গ্রেপ্তার

ঊষার আলো
এপ্রিল ২৪, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরীর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) বরিশাল ও সাতক্ষীরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মোমেন।
গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তার ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আবদুল মোমেন জানান, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
আবদুল মোমেন আরও জানান, ওই ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি। মোহাম্মদ উল্লাহ পুলিশি হেফাজতে রয়েছে। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে আনা হচ্ছে।
একই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবুয়ত আন্দোলনের প্রধান মুফতি নূর হোসাইন নূরানীকে (৫৪) গ্রেপ্তার করে পুলিশ।

(ঊষার আলো-এমএনএস)