ঊষার আলো ডেস্ক : হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন আসামী। এছাড়া সম্প্রতি মতিঝিলি শাপলা চত্ত্বর ও বায়তুল মোকারম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও তিনি আসামী।
তিনি জানান, দুপুরে তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
(ঊষার আলো-এমএনএস)