UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হেরাজ মার্কেটে হাতেনাতে মোবাইল চোর আটক

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

খুলনা মহানগীর হেরাজ মার্কেটে ১ মোবাইল চোর হাতেনাতে ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে এক ঔষধ কোম্পানীর সেলস প্রমোশন অফিসারের মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ওই যুবক । আটক যুবক হলেন- খুলনার মুসলমান পাড়া এলাকার কাশেম মীরের পুত্র তুফান মীর। আটকের পর তাকে খুলনা সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

এর আগে তাদের উত্তম-মধ্যম দেন জনতা। পুলিশ জানায় খুলনা মহানগরের বিভিন্ন ব্যস্ততম স্থানে এভাবে দীর্ঘদিন থেকে বিভিন্নজনকে বিশেষ করে কিশোরদের টার্গেট করে মোবাইল চুরি করে আসছেন আটককৃত ব্যক্তি ।

মঙ্গলবার দুপুরে এস এমসি এন্টার প্রাইজের লিমিটেডের কর্মকর্তা (এস এস পিও) সিনিয়র সেলস প্রমোশন অফিসার মোঃ মাসুম ইমতিয়াজ এবং তার কলিগ কারিব হুসাইন এর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন চুরি করতে গেলে মার্কেটের এক ব্যবসায়ীর নজরে আসে পরে তাকে ধরে ফেলেন। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।