UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হেলেনা জাহাঙ্গীর আরও ৮ দিনের রিমান্ডে

ঊষার আলো
আগস্ট ৩, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে ২ মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পল্লবী থানার পুলিশ তাকে ওই ২ মামলায় ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

প্রতারণার অভিযোগে হেলেনার নামে পল্লবী থানায় সোমবার বিকালে আবদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে আবদুর রহমান দাবি করেছেন, হেলেনা তার মালিকানাধীন ‘জয়যাত্রা টেলিভিশনে’ ভোলা প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে ৫৪ হাজার টাকা নিয়েছেন।

জয়যাত্রা টেলিভিশনে কয়েক মাস কাজ করেছেন তিনি। প্রতি মাসে তার কাছ থেকে ৩ হাজার টাকা করে নিত ‘জয়যাত্রা টেলিভিশন কর্তৃপক্ষ’। এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও মামলা রয়েছে।

(ঊষার আলো-আরএম)