UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হোটেলে স্বামী-স্ত্রীর ভিডিও ধারণ, ভাইরালের হুমকি দিয়ে গৃহবধূকে গণধর্ষণ

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে স্বামীর সঙ্গে আবাসিক হোটেলে রাত্রিযাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।ঘটনায় জড়িত হোটেল বয় জাহিদ ও শাহীন হাওলাদারসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে রোববার দায়ের হওয়া মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।

গ্রেফতার আসামিরা হলেন, শাহীন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু ও জাহিদ।

জাহিদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে, বাকিদের বাড়ি উজিরপুরে।

পুলিশ জানায়, বিয়ে হলেও কোনো ধরনের আনুষ্ঠানিকতা না হওয়ায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রী যাপন করতেন স্বামী-স্ত্রী। তখন তাদের রাত্রী যাপনের দৃশ্য ধারণ করে রাখা হয়।

শনিবার হোটেল বয় জাহিদ ওই গৃহবধূকে খবর দিয়ে জানায় তাদের ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছেন। এমন খবর শুনে রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। পরে শাহিন হোটেলে এসে জানায় ভিডিও যে মোবাইলে রাখা সেটি তার (শাহীন) বাসায় রেখে এসেছেন।

এরপর প্রথমে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় শাহীন। পরে ভিডিওটি ডিলেট করতে ওই গৃহবধূকে বাসায় যাওয়ার কথা বলেন তিনি। এরপর বাসায় নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার একটি বাসায় নিয়ে যায় শাহীন।

সেখানে একটি রুমে আটকে বেশ কয়েকজন সংঘবদ্ধ ধর্ষণ করে ওই গৃহবধূকে। সেখান থেকে কোনমতে ফিরে পুলিশে খবর দেয় ভুক্তভোগী গৃহবধূ। এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।