UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হ্যালোইন উৎসবে ১৫৬ জনের মৃত্যুর ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমাপ্রার্থনা

pial
নভেম্বর ৭, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে প্রায় দেড়শ জনের বেশি মানুষ নিহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। ক্ষমা প্রার্থনার সাথে সাথে তিনি যথাযথ সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, সোমবার (৭ নভেম্বর) নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা সভায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হ্যালোইন উৎসব ট্রাজেডি নিয়ে ক্ষমাপ্রার্থনা করেন।

স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মোট ১৫৬ জন নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশ নারী এবং তরুণ।
এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, যারা ছেলে-মেয়েদের হারিয়েছে তাদের পিতামাতার স্থলে নিজেকে তুলনা করার সাহসও আমার নেই। তবে একজন প্রেসিডেন্ট হিসেবে জনগণকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল, আমি খুবই বেদনাহত।

‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছরই অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এ উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

শনিবার রাতে সেই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। পদদলনের ঘটনার আগে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখও করেন। জায়গাটি নিরাপদ নেই বলেও উল্লেখ করেছেন কেউ কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদদলনের ঘটনার আগে সেখানে গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছিল।
আর তখন পুলিশ লোকজনকে আর সামলাতে পারেনি।

(ঊষার আলো-এফএসপি)