ঊষার আলো রিপোর্ট: খুলনায় ১০ দিন পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল।
রোববার (১৭ জুলাই) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে আইসিইউ ও এইচডিইউতে ২ জন, রেডজোনে ৭ জন ও ইয়ালো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছে।
ঊষার আলো-এসএ