UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার কোটি টাকার বাজেট পাচ্ছে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২১-২০২২ অর্থ-বছরে দশ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে পাঁচ হাজার ৮৭৫ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট ও চার হাজার ১৫৭ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬০তম কমিশন সভায় আজ(বৃহস্পতিবার) এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র এবং বাজেট উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। গত অর্থ-বছরে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮হাজার ৪শ৮৫ কোটি ১২ লাখ টাকা। সেই হিসেব অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ১হাজার ৫শ৪৮ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থ-বছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর সবচেয়ে কম বাজেট পেয়েছে সদ্য কার্যক্রম শুরু হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণার জন্য ২০২১-২০২২ অর্থ-বছরে মূল বাজেটে ১কোটি ৭৪ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটে এই খাতে বরাদ্দ ৩৪ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে গবেষণায় মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়াও কমিশন ২০২১-২০২২ অর্থ-বছরে ইউজিসির জন্য ৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছেন। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ১৮ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে। যা গত বছরের চেয়ে তিন কোটি টাকা বেশি।

(ঊষার আলো-আরএম)