UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১১০ দফা দাবিতে ইবি শিবিরের স্মারকলিপি

ঊষার আলো
ডিসেম্বর ১, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ছাত্রীদের জন্য আলাদা কমনরুম ও নামাজের কক্ষ, দুপুরে নামাজের বিরতি, ডোপ টেস্ট করে আবাসনসহ ১১০ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রশিবির।

অন্য দাবিগুলোর মধ্যে গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ, ছাত্র সংসদ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের কর্তৃক শিক্ষকদের মূল্যায়নের ব্যবস্থা ও ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ প্রদান, রিচার্স সেন্টার প্রতিষ্ঠা, মাদক বিরোধী সেল তৈরি, গ্রন্থাগারের সুবিধা বৃদ্ধি ও জব এইড কর্নার চালু, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে কর্ণার তৈরি, ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত¡

অনুষদ প্রতিষ্ঠা, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সেশনজট নিরসন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র’ গঠন ও প্রধান ফটকের সামনের মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ উলে­খযোগ্য। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল­াহ বলেন, দাবিগুলো যৌক্তিক। আমরা এগুলো নিয়ে কাজ করছি।

ঊষার আলো-এসএ