UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১২ ও ১৩ এপ্রিল নিয়ে কঠোর নির্দেশনা

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ প্রথম দফার লকডাউন শেষ হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে তা নিয়ে চলছে নানা প্রশ্ন। এ বিষয়ে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।
আজ ১১ এপ্রিল রোববার গণমাধ্যমকে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
দেশে করোনার রেকর্ড ভাঙার প্রতিযোগিতায় প্রতিদিন হাজির হচ্ছে ভয়ানক আতঙ্ক নিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৭ জন মারা গেছে। এরপরও হাটবাজার-পথঘাট কোথাও মানছে না স্বাস্থ্যবিধি।
এদিকে দেশে চলছে ৭ দিনের শিথিল ‘লকডাউন’। যা আজ ১১ এপ্রিল রোববার শেষ হবে। এ লকডাউনের শুরুতে ১১ দফা নিষেধাজ্ঞা থাকলেও দূরপাল্লার বাস আর পর্যটনকেন্দ্র ছাড়া এখন সবই খোলা। এর মধ্যে শুক্রবার ঘোষণা দেওয়া হয়েছে, ১৪ এপ্রিল থেকে শুরু হবে আরও ১ সপ্তাহের ‘কঠোর লকডাউন’।
তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় মতামত এসেছে, অন্তত ২ সপ্তাহ যাতে পূর্ণ লকডাউন দেওয়া হয়। পাশাপাশি সংক্রমণপ্রবণ ৬টি জেলায় সেটা জোরালো করার বিকল্প দেখছে না বিশেষজ্ঞরা।

(ঊষার আলো- এম.এইচ)