UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ গ্রেফতার ১

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টাকালে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ওই মুদ্রা উদ্ধারসহ হাসান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, তৈরি পোশাক রপ্তানির আড়ালে বৈদেশিক মুদ্রা পাচারকালে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার ( বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা ) আটক করা হয়। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো মুদ্রা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে পাচার করা হচ্ছিলো।

(ঊষার আলো-আরএম)