UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর পর ঢাকা ওয়াসায় নতুন এমডি

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

১৫ বছর পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল ঢাকা ওয়াসা। নতুন এমডি হিসেবে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে নিয়োগ দেওয়া হয়।এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান।এরপর দফায় দফায় তাঁর মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান একদিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।