UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

pial
জুন ২, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানীর আদাবরে একটি ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী জায়না হাবিব প্রাপ্তির মৃত্যু ঘটেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

এই ঘটনায় ছাদ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। যাতে লেখা, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। Because every person is replaceable. আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি। But nothing makes sence anymore. The pain helps increasing. Now tell me how much a person can take.
Prapti, June 1, 2022।’

বুধবার (১ জুন) বিকালের দিকে এ ঘটনাটি ঘটে। প্রাপ্তির বাড়ি নোয়াখালী সদরে। তিনি দুই সন্তানের মধ্যে ছোট ছিলেন।

ওই ভবনের নিরাপত্তাকর্মী মোতালেব সংবাদমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৫ টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে ছিলাম। হঠাৎ ছাদ থেকে কিছু পড়েছে বলে মনে হলো। দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব পাটোয়ারী সংবাদমাধ্যমকে জানন, আমার প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। নোটে তার জীবনের দীর্ঘ হতাশার কথা লেখা রয়েছে।

(ঊষার আলো-এসএইস)