UsharAlo logo
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৮৫ কিমি বেগে ঘূর্ণিঝড় রাফায়েলের আঘাত, লণ্ডভণ্ড কিউবা

usharalodesk
নভেম্বর ৭, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: প্রচণ্ড শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হেনেছে। এর আগে ঝড়টির বাতাসের তোপে দেশটির বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ইতোমধ্যেই সংকট-পীড়িত দেশটিতে ধ্বংসযজ্ঞ চালায় রাফায়েল।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আছড়ে পড়ে। খবর বিবিসির।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড় রাফায়েলের প্রভাবে ‘জীবনহানিকর জলোচ্ছ্বাস’, তীব্র বেগে বাতাস, আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। যেটিতে প্লাবিত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল। কিউবায় পৌঁছার আগে হারিকেন রাফায়েলের প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার ভারি বৃষ্টিপাত হয়।

বুধবার কিউবার রাজধানী হাভানা থেকে হারিকেনটি ৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তখন এটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। হারিকেনটি ২২ কিলোমিটার গতিতে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরছিল।

এই হারিকেনটি কিউবার জন্য একটি দুঃসংবাদ। কারণ মাত্র দুই সপ্তাহ আগেই দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী আরেকটি ঘূর্ণিঝড়। সেটির প্রভাবে কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছিল। এছাড়া প্রাণ হারিয়েছিলেন ছয় বাসিন্দা।

বুধবার দিনভর হারিকেনের প্রস্তুতি নেয় কিউবা। জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার শঙ্কায় সমুদ্রপাড় থেকে বিভিন্ন অবকাঠামো সরিয়ে নেওয়া হয়। এছাড়া রাজধানী হাভানা এবং ভারাদেরোতে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান।

পূর্ব সতর্কতার অংশ হিসেবে দ্বীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

ঊষার আলো-এসএ