ঊষার আলো ডেস্ক : ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। তার মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবার। ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল, যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।
আজ সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। আর বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
(ঊষার আলো-এফএসপি)