UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সালে হারিয়েছি যাদের

usharalodesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :বিদায়ি ২০২৪ এ বিশ্ব ক্রীড়াঙ্গন হারিয়েছে বহু কিংবদন্তি খেলোয়াড়কে। প্রতি বছর ক্রীড়াবিশ্ব স্মরণ করে তাদের, ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে এলে। এরকম কয়েকজন বিশ্বনন্দিত ক্রীড়াবিদের কথা এখানে, যারা প্রয়াত হয়েছেন এ বছর-

মারিও জাগালো, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও কোচ

১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি কোচ মারিও জাগালো এ বছর ৫ জানুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। এই সাবেক ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন। পেলের সতীর্থ জাগালো ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন।

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মান ফুটবল লিজেন্ড

জার্মানির হয়ে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায়ই বিশ্বকাপজয়ী ‘কাইজার’খ্যাত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রয়াত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র চার মাস পর ১৯৫৪’র ১১ সেপ্টেম্বর মিউনিখে তার জন্ম। নিজেদের মাটিতে সাবেক পশ্চিম জার্মানি ১৯৭৪ বিশ্বকাপ জেতে বেকেনবাওয়ারের নেতৃত্বে। ১৯৯০ রোম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সেবার দলের কোচ ছিলেন বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি ডিফেন্ডার।

কেলভিন কিপটাম, কেনিয়ার ম্যারাথন দৌড়বিদ

২০২৩ এর অক্টোবরে শিকাগোতে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ড দৌড় শেষ করে কেনিয়ার কেলভিন কিপটাম ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এ বছর ১১ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সে মারা যান এই অ্যাথলেট।

ওজে সিম্পসন, মার্কিন অ্যাথলেট

ষাট ও সত্তরের দশকের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় মার্কিন অ্যাথলেট ওজে সিম্পসন ২০২৪ সালের ১০ এপ্রিল ৭৬ বছর বয়সে মারা যান। ওই সাবেক ক্রীড়াবিদ ছিলেন একজন মার্কিন রাগবি খেলোয়াড়। পরে তিনি সিনেমায় অভিনয় করেন।

ডেরেক আন্ডারউড, ইংল্যান্ড স্পিনার

ইংল্যান্ডের হয়ে ৮৬ টেস্টে ২৭৯ উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিনার ডেরেক আন্ডারউড প্রয়াত হন ১৫ এপ্রিল। তার স্মৃতিভ্রংশ হয়েছিল। ৭৮ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

ঊষার আলো-এসএ