UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবেন আনচেলত্তি, যদি…

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদে থাকা, না থাকা নিয়ে রীতিমতো ‘সোপ অপেরা’ই হচ্ছে স্পেনে। ব্রাজিলের কোচ হওয়াটা প্রায় নিশ্চিতই ধরা হচ্ছিল, শেষ মুহূর্তে তা ভেস্তে গেল। এখন স্পেনের সংবাদ মাধ্যমে খবর, শর্ত মিলে গেলে ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যেতে পারেন ইতালিয়ান এই কোচ।

গেল রাতে ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েই দিয়েছিল, আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েই যাচ্ছেন। দুই পক্ষ সম্মতিতে পৌঁছেছে। এখন কেবল স্রেফ একটা সই বাকি চুক্তিপত্রে। কিন্তু শেষ মুহূর্তে সে চুক্তিটা আর হয়নি। তার নিয়ামক হিসেবে কাজ করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি আছে। চুক্তির আগে তাকে বরখাস্ত করে দিলে চুক্তির সমপরিমাণ অর্থই দিতে হতো কোচকে। তবে তার আগেই কোচ আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে সম্মতি দিয়ে দেন।

রিয়ালের চুক্তির মেয়াদের ভেতরই ব্রাজিলের চাকরি ‘পেয়ে’ যাওয়ার ফলে আনচেলত্তিকে সে অর্থ দিতে অসম্মতি জানান পেরেজ। যার ফলে সৃষ্টি হয় অচলাবস্থা। ব্রাজিলের সঙ্গে চুক্তিটা আর হয়নি ইতালিয়ান এই কোচের।

এরপর স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এটাও জানাচ্ছিল, যে রিয়ালের চাকরি ছেড়ে সৌদি কোনো ক্লাবের কোচিংও করাতে পারেন কার্লো। তাকে সেখান থেকে ৫ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের চুক্তির প্রস্তাব করা হয়েছে। ফলে ক্যারিয়ার সায়াহ্নে এসে সে চুক্তিতে হ্যাঁ বললেও বলতে পারেন তিনি, এমনটাই জানাচ্ছিল সে প্রতিবেদন।

তবে গল্পে এবার চলে এসেছে নতুন মোড়। ব্রাজিল তো নয়ই, সৌদি আরবও নয়, রিয়াল মাদ্রিদের ডাগআউটেই আরও একটা মৌসুম দেখা যেতে পারে কোচ আনচেলত্তিকে, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। এ খবরটা প্রকাশ করেছেন বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক হোসেপ পেদ্রেরল।

তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে জানান এ খবর। তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে। সে শর্ত পূরণ করতে পারলে তবেই আরও একটা বছর রিয়ালে থাকবেন কার্লো। আর সেটা হলো লা লিগা জয়। চলতি মৌসুমটা শেষের পথে। এখন পর্যন্ত একটা শিরোপাও জিততে পারেনি রিয়াল।

যদি লা লিগাও না জিততে পারে, তাহলে তাদের ২০১৯ সালের পর প্রথমবারের মতো শিরোপাহীন মৌসুম কাটাতে হবে তাদের। সেটা ঠেকিয়ে দিতে পারলেই রিয়ালের কোচ হিসেবে আরও এক বছর থেকে যাবেন আনচেলত্তি।

এর আগে স্প্যানিশ আর জার্মান সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল তাদের সম্ভাব্য কোচ জাবি আলনসো এখনই বায়ার লেভারকুজেন ছাড়তে আগ্রহী নন। ২০২৬ সালে চুক্তি শেষ করে তবেই ক্লাব ছাড়তে চান। সে কারণেই হয়তো আনচেলত্তিকে রেখে দেওয়ার ভাবনায় আছে রিয়াল।

ঊষার আলো-এসএ