ঊষার আলো ডেস্ক : ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা বর্তমান বাজেটের চেয়ে ৩ দশমিত ৪ শতাংশ বেশি। এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার কোটি টাকা ও উন্নয়ন বাজেট ৫ দশমিক ২৪ শতাংশ।
রবিবার (২২ মে) সকালে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত জানান, প্রচলতি বাজেট প্রণয়ন হয় অর্থের প্রাপ্যতার ভিত্তিতে এবং অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব প্রণীত হয় মানুষের চহিদার ভিত্তিতে। তারপর আসে অর্থ জোগাড়ের চিন্তা। তবে এ সমীকরণ বেশ জটিল। অর্থনীতি সমিতি বাজেট ভারসাম্যের পক্ষে না, অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যের পক্ষে, তাই সরকারের বাজেটের চেয়ে অনেক বেশি অংকের বাজেটের প্রস্তাব করে অর্থনীতি সমিতি। এ বাজেট শুধু আকারের দিক থেকেই বড় নয়, এটি জনকল্যানমুখী এবং উন্নয়নমুখী বাজেট।
তিনি আরো বলেন, বেকারত্ব বেশি হলে উচ্চ মূল্যস্ফীতি অনেকটা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো হয়। সে সাথে চলছে বৈশ্বিক পরিসরে মন্দাভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ পরিস্থিতিকে দুঃসময় আখ্যা দিয়ে তিনি বলেন, এই সময় মানুষ জনকল্যাণকামী বাজেট আশা করে। সরকারি উদ্যোগে শোভন কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই বলেও মত দেন তিনি। তার আশা, এ বিপর্যয় মানুষের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি এবং সুযোগ সৃষ্টি করবে।
(ঊষার আলো-এসএইস)