ঊষার আলো ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজের পরপরই বাংলাদেশে এবার আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। আর পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। কিন্তু ম্যাচগুলো কখন শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতদিনে ৫ টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচ শেষে আছে একদিন করে বিরতি। দশ দিনে হবে ৫টি ম্যাচ।
(ঊষার আলো-এফএসপি)