UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন মহানগরের ও দুজন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭১৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩৩৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। এর মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।