UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরো ১৪ জনের মৃত্যু

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা অক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জনের করোনা পজেটিভ। বকিরাসব উপসর্গ নিয়ে মারা গেছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
তবে বুধবার সন্ধ্যায় সামেক হাসপাতালে অক্সিজেন বিপর্যয়ের কারণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন বিপর্যয়ের ঘটনায় কেউ মারা যায়নি বলে দাবি করেন। এনিয়ে, জেলায় ৩০ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যায় মোট ৭৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত ৩৫০ জন।
এদিকে সাতক্ষীরায় আবারও বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত। এ সময়ে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৫ জনের। শনাক্তের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপতালের মেডিক্যাল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩০ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন।

(ঊষার আলো- এম.এইচ)