UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন করবেন প্রধানমন্ত্রী

pial
মে ২৪, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২৫ জুন উদ্বোধন হচ্ছে পদ্মা সেতুর। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর গণভবন গেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু কারো নামে হবে না। ওইদিন সকাল ১০টায় পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পদ্মা সেতু পারাপারের টোলের হার নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিল। সরকারের সিদ্ধান্ত অনুসারে পদ্মা সেতু পাড়ি দিতে বড় বাসে দুই হাজার ৪০০ টাকা ও মাঝারি ট্রাকে লাগবে ২ হাজার ৮০০ টাকা।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য মোট ৬ দশমিক ১৫ কিলোমিটার। আর দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর মূল দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

(ঊষার আলো-এফএসপি)