UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২ বছর পর শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য দুয়ার খুলছে জাপান

pial
জুন ১০, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ২০২০ সালে মহামারী করোনার বিস্তার ঠেকাতে কড়াকড়ির পথে হাঁটে জাপান। তাই পর্যটক চলাচলে আসে বিভিন্ন ধরনের বিধি-নিষেধও। বর্তমানে করোনার ধকল অনেকটা সামলে ওঠায় বিধি-নিষেধ শিথিল করে দিয়েছে সূর্যোদয়ের দেশটি।

শুক্রবার (১০ জুন) থেকে বিদেশি পর্যটকদের জন্য জাপানের সকল বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। কার্যত বিশ্বের ৯৮টি দেশের পর্যটকরা এখন জাপান ভ্রমণ করতে পারবে।

জাপান সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ ৯৮টি দেশের পর্যটকদের ভিসা ইস্যু করছে। জুনের শেষের দিকে বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য দুয়ার খুলে দেওয়ার পরিকল্পনা করছে জাপান।

তবে জাপান ভ্রমণ করার জন্য পর্যটকদের থাকতে হবে স্বাস্থ্য বীমা এবং ঘরের বাইরে পড়তে হবে মাক্স।

এছাড়াও পর্যটকদের মানতে হবে ‘৩ সি’র নিয়ম’ মানে বদ্ধ জায়গা, ভিড় বা জনাকীর্ণ এলাকা ও ক্লোজ কন্ট্রাক্ট বা সংস্পর্শে আসার বিষয়গুলো এড়িয়ে চলতে হবে।

সূত্র: বিবিসি

(ঊষার আলো-এসএইস)