UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৪

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামে আনিচুর রহমানের বাড়িতে বিক্রির জন্য বিপুল ফেন্সিডিলের মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি দল।সেখানে চারজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মতে ওই বাড়ির সামনের পুকুরের ভেতর থেকে বিশেষভাবে রাখা অবস্থায় ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে তা জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হল উত্তর বারপোতা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আনিচুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আ: মালেক, মৃত চান্দালী মোড়ল এর ছেলে মো: ইয়ার আলী এবং পুটখালী গ্রামের মো: রুহুল আমিন সরদারের ছেলে মো: আরিফুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিরা আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পথে সল্প মূল্যে ফেন্সিডিল কিনে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে থাকে।জব্দকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ঊআ-কেআ