UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ সহযোগীসহ ‘টাক মিলন’ গ্রেফতার

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: যশোরের ‘বহুল আলোচিত’ পৌর কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে যশোরের পালবাড়ি কাঁচাবাজার এলাকায় তার কার্যালয় থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়।

টাক মিলনের সঙ্গে গ্রেফতার তিনজন হলেন— শহরের টালিখোলা এলাকার আকবার আলী ছেলে দস্তগীর, কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম ও টালিখোলা এলাকার আব্দুল গফফারের ছেলে মারুফুজ্জামান।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন্স) পলাশ বিশ্বাস তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

অভিযোগ রয়েছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টাক মিলন। ওই মামলায় গ্রেফতার এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে টাক মিলনের নাম উঠে আসে। এ ছাড়া একাধিক মামলা ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঊষার আলো-এসএ