UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০০ রানের কোটা পেরোল বাংলাদেশ

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকে শ্রীলঙ্কান বোলিং আক্রমণকে নাস্তানাবুদ করে আসছেন টাইগাররা। নাজমুল হোসেন আর মুমিনুল হক  এর সামনে লঙ্কানদের নখদন্তহীন মনে হচ্ছে। মুমিনুল আর নাজমুল গতকাল প্রথম দিন শেষ করেছিলেন ১৫০ রান। আজ (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এ জুটি থেমেছেন ২৪২ রানে। তবে ৩৭৮ বল খেলে মোট  ১৬৩ রানে থামে নাজমুলের অসাধারণ ইনিংসটি।

কিন্তু মুমিনুল অবশ্য শ্রীলঙ্কান বোলারদের সামনে এখনো ‘দেয়াল’ হয়ে দারিয়ে রয়েছেন। নাজমুলের বিদায়ের পর তাঁর সঙ্গী এখন মুশফিকুর রহিম। মুমিনুল ২৬৮ বলে ১১৬ রানে অপরাজিত আছেন। কাজেই এমন অসাধারণ সব ইনিংসের ফলে চা-বিরতির আগেই ৪০০ রানের কোটা পেরিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪০৬। নাজমুল দলীয় ৩৯৪ রানের মাথায় আউট হয়ে যাওয়ার ফলে পাল্লেকেলেতে একটা নতুন রেকর্ডের দেখা পেল না বাংলাদেশ। বাংলাদেশ এর আগে টেস্টে কখনোই ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪০০ তুলতে পারেনি। ২০১৫ সালে খুলনায় মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের তৃতীয় উইকেট ৩৯৯ রান করেছিল।

(ঊষার আলো-এফএসপি)