UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানা গেছে। শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পের স্থায়িত্বকাল ছিল কয়েক সেকেন্ড। এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভূটানে উৎপত্তি হওয়া এই কম্পন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার নিচে কম্পনের কেন্দ্র বলে জানা গেছে। শুধু ভুটান নয়, সিকিমের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ অংশেও কম্পন বোঝা যায়।

এর আগে গত ২ জুন ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করে মিয়ানমারে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৪৪২ কিলোমিটার দূরে। ৫৯ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়।

ঊষার আলো-এসএ