UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

pial
নভেম্বর ২৮, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় ৮৭ দশমিক ৪৪ শতাংশ পাস করেছে। তবে এই বছর দেশের ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা দুই হাজার ৯৭৫টি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহীর ২টি, যশোরের ১টি, দিনাজপুরের ৫টি, ময়মনসিংহের একটি ও মাদ্রাসা বোর্ডের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

(ঊষার আলো-এফএসপি)