UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

৫৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

১৩ ডিসেম্বের র‍্যাব জানতে পারে যে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে খুলনার উদ্দেশ্য বাসযোগে আসছে।

এর প্রেক্ষিতে র‍্যাবের একটি টিম একই তারিখ বিকালে আভিযান পরিচালনা করে খুলনার পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে  ময়লা পোতা এলাকার শেখ মামুন এর ছেলে শেখ সিরাজুল ইসলাম @ আকাশ(১৯), আমতলা এলাকার মৃত ইবাদুল গাজীর ছেলে নয়ন গাজী @ ইমরান (২০) ও আমতলা এলাকার মো: মনির হোসেন এর ছেলে মোঃ মাহমুদ রিজভী(২৩), খুলনাদেরকে ৫,৫০০(পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবা ৪টি মোবাইল ফোন, ২টি রূপার আংটি, ০১(এক)টি রুপার ব্রেসলাইট এবং নগদ ৪,০৫০/-(চারহাজার পঞ্চাশ) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।