UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ রাউন্ড গুলি ও অস্ত্রসহ ডাকাত আটক

ঊষার আলো
নভেম্বর ৪, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ১টি দেশিয় তৈরি এলজি (অস্ত্র), ৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করেছেন। এ সময় মো. আলম (২৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি উখিয়া ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্প, ব্লক-জি/৭ এর হাবিবুর রহমানের ছেলে ।

সোমবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যায় হোয়াইক্যং জীম্বংখালী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উত্তর-পশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকা দিয়ে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। পরে ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে টহলদল তাকে আটক করে। পরবর্তীতে তল্লাশী করে তার কাছ থেকে ১টি দেশিয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে। বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে ডাকাতি করে থাকে।

উল্লেখ্য, আটক ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ