মুলতান টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেলেও দ্বিতীয়টিতে স্বাগতিকদের চরম ব্যাটিং বিপর্যয়।
মুলতানে উইন্ডিজকে ১৬৩ রানে গুঁড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে থাকা পাকিস্তান, ব্যাটিংয়ে নেমে অলআউট হয় ১৫৪ রানে। ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের ফিফটিতে ভর করে ২৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ ইনিংসে জয়ের লক্ষ্যে ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম এবং চতুর্থ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার শান মাসুদ ও মোহাম্মদ হুরায়রা।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও কামরান গুলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।
ঊষার আলো-এসএ