UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬৪৯৩ কোটি টাকার চুক্তি, খেলাধুলার ইতিহাসে নতুন নজির

usharalodesk
ডিসেম্বর ১১, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি করল আমেরিকার বেসবল দল নিউইয়র্ক মেটস। জুয়ান সোটোর সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে তারা। চুক্তির অঙ্ক ৭৬৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ৪৯৩ কোটি টাকা।

আগামী ১৫ বছর মেজর লিগ বেসবলে নিউইয়র্ক মেটসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছরের জুয়ান সোটো। সোটোর চুক্তি আর্থিক অঙ্কে শোহেই ওতানিকেও ছাপিয়ে গেলেন।

কয়েকটি শর্ত পূরণ করতে পারলে সোটোর চুক্তির আর্থিক অঙ্ক ছুঁতে পারে ৮০৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ৮৩১ কোটি টাকা। শর্তানুযায়ী, সোটো ২০২৯ সালের পর চুক্তি ভেঙে দিতে পারবেন। এখন বছরে ৫১ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩৩ কোটি টাকা পাবেন তিনি। পাঁচ বছর পর তার বার্ষিক বেতন হওয়ার কথা ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৬৬ কোটি টাকা।

 নিউইয়র্ক মেটস সেই বেতন দিতে না চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারবেন বেসবল খেলোয়াড়। বেতন ছাড়াও আরও কিছু অর্থ পাবেন সোটো। বোনাস হিসাবে তার পাওয়ার কথা ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ৬৩৬ কোটি টাকা।

প্রথমে সোটোকে ১৬ বছরের জন্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিল নিউইয়র্ক মেটস কর্তৃপক্ষ। তাকে ৭৬০ মিলিয়ন ডলার বা ছয় হাজার ৪৪৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বছরে গড়ে ৪৭.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪০৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু চাহিদা বুঝে নিজের বেতন খানিকটা বাড়িয়ে নিয়েছেন সোটো। চুক্তির মেয়াদও কমিয়েছেন এক বছর। ২০১৮ সালে ওয়াশিংটন ন্যাশনালসের হয়ে মেজর লিগ বেসবলে অভিষেক হয়েছিল তার।

ঊষার আলো-এসএ