UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঊষার আলো
ডিসেম্বর ৩১, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শনিবার (৩১ ডিসেম্বর) ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফেরিঘাট ইনচার্জ মো. ফয়সাল আলম চৌধুরী।

মো. ফয়সাল আলম চৌধুরী জানান, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ঊষার আলো-এসএ