UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঊষার আলো
ডিসেম্বর ১৮, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন। তিনি বলেন, রাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। এখনও নদীতে কুয়াশা রয়েছে। তবে ফেরি চলাচল করতে পারবে। তাই আমরা ফেরি চলাচল শুরু করেছি। এই রুটে সাতটি ফেরি রয়েছে। তবে বর্তমানে গাড়ির চাপ কম থাকায় একটি বড় ফেরি ও তিনটি মাঝারি আকারের ফেরি চলাচল করছে।

ঊষার আলো-এসএ