UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ জেলার সোচ্চার জনতার নতুনধারায় যোগ দান

pial
অক্টোবর ১৯, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে ফেনী, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, চাঁদপুর, ময়মনসিংহ, পঞ্চগড় ও হবিগঞ্জের সোচ্চার জনতা নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিয়েছেন।

সপ্তাহব্যাপী এই যোগ দান কর্মসূচির শেষ দিন ১৯ অক্টোবর সকাল ১০ টায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান কালে নেতাকর্মীরে উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ধারায় যোগ দিলেই দেশ- মানুষের কল্যাণে নিবেদিত তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলদেশ এনডিবির লক্ষ্য পূরণ হবে না।

লক্ষ্য পূরণ করতে সারাদেশে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য রুবেল আকন্দ, কুমিল্লা জেলা এনডিবির আহবায়ক মামুনুর রশিদ, সরাইল এনডিবির আহবায়ক হুমায়ুন কবির জীবন, ফেনী এনডিবির যুগ্ম আহবায়ক মঞ্জুর ভূঁইয়া, নরসিংদী এনডিবির আহবায়ক তারেকুল লিমন, কিশোরগঞ্জ এনডিবির আহবায়ক কেয়া আহমেদ ও চাঁদপুর এনডিবির সদস্য মোমিনুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর ২০১৭ সালে সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদনকৃত নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিতে অথবা কমিটি করতে আগ্রহী যে কোন নাগরিক ০১৯৭২৭৪০০১৫ নম্বরে যোগাযোগ করলে নতুনধারার মিডিয়া সেল থেকে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হবে।

(ঊষার আলো-এফএসপি)