UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ গোলের ম্যাচ জিতে ‘পাগলাটে’ লাগছে ফ্লিকের

ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাগলাটে লাগাই স্বাভাবিক। কে ভেবেছিলেন এমন ম্যাচে অমন করে জেতা যায়। ৫-৪ ব্যবধানের স্কোরশিট যদিও পুরো গল্প বলে না। তবে হ্যান্সি ফ্লিকের কথায় কিছুটা আঁচ পাবেন, কি হয়েছিল এস্তাদিও দ্য লুজে, ‘এটাই ফুটবল আর এই কারণেই খেলাটি ভালোবাসি।’ শিষ্যরা যে বেনফিকাকে হারিয়ে দিয়েছে, যেন বিশ্বাসই হচ্ছিল না বার্সেলোনা কোচের। ম্যাচটিকে ‘পাগলাটে’ বলছেন ফ্লিক।

বৃষ্টিভেজা রাতের ম্যাচে ৩০ মিনিটে বেনফিকার ভ্যাঙ্গেলিস পাভলিডিসের হ্যাটট্রিক, বার্সার অবিশ্বাস্য একটা প্রত্যাবর্তনের গল্প, শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে এক গোল, শিশুসুলভ সব ভুল, মাঠে-মাঠের বাইরে প্রতিবাদের ঝড়— এ সব কিছু এক ম্যাচেই হয়েছে। এ মৌসুম তো বটেই, বার্সেলোনা আর বেনফিকা মিলে চ্যাম্পিয়ন্স লিগকে উপহার দিয়ে দিয়েছে ইতিহাসেরই অন্যতম সেরা এক ম্যাচ।

দারুণ এই জয়ের পর দিয়ারিও এএসে ফ্লিক বলেছেন, ‘এটি পাগলাটে ম্যাচ ছিল। মানসিকতা দেখার মতো ছিল। এটাই ফুটবল। আমার মনে পড়ে না কখনও এমন প্রত্যাবর্তন দেখেছি কিনা।’

বেনফিকার প্রশংসা করে বার্সা কোচ বলেছেন, ‘তারা আমাদের আটকে রাখছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা যথেষ্ট ভালো খেলেছি। বদলি খেলোয়াড়েরা ব্যবধান গড়ে দিয়েছে।’ ম্যাচে কিছু ভুলের জন্য খেসারত গুনত কিনা বার্সা, এমন প্রশ্নে শিষ্যদের পাশে দাড়িয়েছেন ফ্লিক, ‘এটা হতেই পারে। কোন খেলোয়াড় ভুল না করে থাকতে পারে? একাকি করার কিছু নয়, দলীয় প্রচেষ্টা এটা। আমরা একসঙ্গে জিতব এবং হারবও একসঙ্গে।’

মঙ্গলবার রাতে বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ফ্লিকের দল। ৯ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব।

ঊষার আলো-এসএ