ঊষার আলো ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামে এই দুই ভাইবোনের মৃত্যুর এ ঘটনা ঘটে। তারা নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ছেলে দেবরাজকে নিয়ে দিলীপের স্ত্রী রনজিতের বাড়িতে যায়। এ সময় নন্দিনী ও দেবরাজ পুকুরপাড়ে খেলা করছিল। তাদের ধারণা খেলার ছলে দেবরাজ পুকুরে পড়ে গেলে নন্দিনী তাকে ওঠাতে গিয়ে নিজেও পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশু দু’টির মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)