ঊষার আলো ডেস্ক : পঞ্চগড়ে নেশা করার টাকা না পাওয়ায় মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলামের (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে তার মা জয়তুন বেগমের (৫০) মৃত্যু হয়েছে। মাদকাসক্ত ছেলে মাকে হত্যা করে পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। জেলা সদরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় শনিবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জয়তুন বেগম ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই মাদক কেনার টাকার জন্য বাবা-মা ও বোনকে মারধর করতেন। তার এমন আচরণের কারণে কয়েক বছর আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। উৎপাত বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়।
কয়েক মাস আগে জেল থেকে বের হন শহিদুল। তারপর আবারও নেশায় আসক্ত হয়ে পড়েন। আজ দুপুরে টিউবওয়েলের পাশে কাজ করছিল তার মা জয়তুন বেগম। এ সময় হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় জয়তুনকে রেখে পালিয়ে যাচ্ছে শহিদুল। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলায় ধারাল অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। নিহত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আককাস আলী হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে এবং আসামিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
(ঊষার আলো-এমএনএস)