UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

pial
মে ২০, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে শীঘ্রই আলোচনায় বসার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে এ কথা বলেন তিনি।

শুক্রবার (২০ মে) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এই উদ্বোধনী আয়োজন করে ঢাকা সিনিয়র জেলা নির্বাচন অফিস ও সাভার উপজেলা প্রশাসন। এর আগে আলোচনা সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

তিনি আরো বলেন, ইভিএমের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার আর কি কি করা যায় তার জন্য আমরা আরো কিছু সভা করব। এরপরে আমরা ইভিএমের সক্ষমতা বৃদ্ধির জন্যও কাজ করব। কিন্তু আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।

৩০০টি আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(ঊষার আলো-এসএইস)