UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

pial
মে ৩০, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ভর্তি পিকআপ ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক এবং ১ জন আরোহীসহ ২ জন নিহত হয়েছে। রবিবার (২৯ মে) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

এই ঘটনায় মোটরবাইকের আরো ১ জন আরোহী গুরুতর আহত হয়ে এখন নোয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানায়, রামগতি থেকে ছেড়ে আসা ইলিশ মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই সময় ২ জন আরোহীকে নিয়ে আসা রাইড শেয়ারিংয়ের একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক রায়হান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্য ২ জন যাত্রী আহত হন। এদের হাসপাতালে নেওয়ার পথে বাবুল মাঝি নামের যাত্রী মারা যান বলে জানান এক স্থানীয় বাসিন্দা।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আর ১ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে,তবে চালক পলাতক রয়েছে।

(ঊষার আলো-এসএইস)