UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের ৩১০ টি বিদ্যালয়ে শুরু হয়েছে ছাত্র কেবিনেট নির্বাচন

pial
জুন ২, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বাগেরহাটের মোরেলগঞ্জে ৩১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র কেবিনেট নির্বাচন চলছে। প্রার্থীরা তাদের নিজস্ব সমর্থকদের নিয়ে আনন্দের সাথে প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে অনেক বিদ্যালয়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে পোস্টারও লাগিয়েছেন প্রার্থীর কর্মীরা। অনেক কর্মী তাদের পছন্দের প্রার্থীকে কোলে তুলে নিয়ে সহকর্মীদের মন জয় করে ভোট জিততে চাচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এই ছাত্র কেবিনেটে ৩য়-৫ম শ্রেণি পর্যন্ত সকলে ভোট দিয়ে ৭ জনকে নির্বাচিত করবেন। তারপর ওই ৭ জন অভ্যর্থনা-আপ্যায়ন, পানি সম্পদ, পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, বৃক্ষরোপন বাগান তৈরি ও মিডডে মিল, স্বাস্থ্য ক্রীড়া ও সংস্কৃতি বাস্তবায়ন সহ নানা বিষয়ে দায়িত্ব পালন করবেন।

(ঊষার আলো-এসএইস)