UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

usharalo
এপ্রিল ১৮, ২০২১ ৩:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদকঃ খুলনার খালিশপুরে ধাঁড়ালো অস্ত্রের আঘাতে লিটন নামে এক যুবক নিহত হয়েছেন। আমিন(২৫) নামে আহত আরও এক যুবক খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ জানান, লিটন খালিশপুর কাশিপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের পুত্র। একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে চর মারায় সোহেল শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লিটনকে ফোন দিয়ে ডেকে নেয়। এ সময় তারা লিটন ও আমিনকে এলোপাতারি মারে ও ধাঁরালো অস্ত্রদিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে আসলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কা মুক্ত। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

ঊষারআলো-বিএস