UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

koushikkln
জুলাই ২৮, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : জলবায়ু ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হতদরিদ্র শ্রমজীবি মানুষের জন্য পর্যাপ্ত ওপেন ট্যাব দিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র পুকুর গুলিকে মাছ চাষের জন্য ইজারা দেয়া বন্ধ করে পৌর কর্তৃপক্ষ মাধ্যমে ঐসব পুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পৌরবাসীর নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে।

২৮ জুলাই বৃহস্পতিবার সকালে চরকানা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক নেতা নাজমুল হক, পরিবেশকর্মী শেখ রাসেল, সংবাদকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘ’র ওজিফা খাতুন প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা আরো বলেন দীর্ঘদিন মোংলা পোর্ট পৌরসভার খাবার পানির সংকট বিরাজমান। সরবরাহের তুলনায় পৌর এলাকায় গ্রাহকের সংখ্যা যেমন বেশী আছে অন্যদিকে অর্ধেক পারিবারকে এখনো পানির সংযোগ’র আওতায় আনা সম্ভব হয়নি। জলবায়ু ক্ষতিগ্রস্থ অভিবাসনবান্ধব উপকূলীয় শহর মোংলায় অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট সমাধানের জন্য সরকার ও পৌর কর্তৃপক্ষ’র প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, উন্নয়নকর্মী ও কয়েকশো শ্রমজীবি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।