UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা

usharalodesk
এপ্রিল ১৯, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে সোমবার (১৯) এপ্রিল ত্রিশাল উপজেলার রাগামারা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম (তুষার) ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে মোট ৭টি মামলায় চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়। ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে। সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এমএনএস)