আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের কুচয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজা (৩৫) কে প্রকাশ্য জনসম্মুখে সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর ইউপি মেম্বর রেজা কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে জানান পরিবারের সদস্যরা।
রেজার স্বজন’রা জানান, দলীয় অভ্যন্তরীন বিরোধের জের ধরে কামারগাতি ঝালডাঙ্গা এলাকার কৃষকলীগ নেতা হুমাউন মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেপাড়া ব্রীজের উপর ফেলে রেজা মেম্বরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা তার মাথায়, হাত ও পা এবং মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে বলে জানান স্বজনরা। এ সময় স্থানীয়রা এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশও ঘটনাস্থলে আসে তবে কোন সন্ত্রাসীকে আটক করতে পারে নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, তিনি নিজেই ঘটনাস্থলে গেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। রেজা মেম্বরকে হাসাপাতালে পাঠানো হয়েছে। আর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।