UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ল

ঊষার আলো
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : রোববার থেকে মাঠে গড়াচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারের খেলা। তবে মাঠের লড়াই শুরুর আগে বাড়ানো হয়েছে প্লে অফের টিকিটের মূল্য। সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন করে নির্ধারিত মূল্য অনুসারে, সর্বনিম্ন দামের টিকিট কিনতে হবে ৩০০ টাকায়, যা আগে ছিল ২০০ টাকা। এছাড়া, সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা।শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

আজ ও কাল (রোববার) ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। অপরদিকে, সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

ঊষার আলো-এসএ