UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মকবুল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবক চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।কাভার্ড ভ্যানটি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঊষার আলো-এসএ