UsharAlo logo
বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও বাড়ল কঠোর লকডাউন

usharalodesk
মে ৩, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে চলমান লকডাউন আগামী ১৬মে পর্যন্ত বহাল থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
আজ ৩ মে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।
ওই বৈঠকে বেশ কয়েকটি আইনে খসড়া ও নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছে, সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ বহাল রাখতে হবে অন্তত ১৬ মে পর্যন্ত। এ সময়ে দেশে বিপণিবিতান খোলা থাকলেও, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া, সর্বত্র মাস্ক ব্যবহার না করলে প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

(ঊষার আলো- এম.এইচ)