কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ আপডেটঃ

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লা রেলগেট ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর দেশয়ালী পাড়ার মো. বশিরুল ইসলামের ছেলে তবরেজ লিখন (২৬) ও লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে আবদুর রউফ (৩৮)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব্রত রায় জানান, সকাল সাড়ে ৬টার দিকে দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিখন নামে একজন নিহত হয়েছেন। তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন।

অপরদিকে সকাল ৮টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ